খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুলিশ সদস্যকে হত্যার অভিযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
একই সঙ্গে পলাতক থাকায় এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার রমনা থানার ৪২(১২) ১৩ নম্বর হত্যা মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে এ পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম । একই মামলায় বিস্ফোরক আইনে দাখিল করা অন্য অভিযোগপত্রটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়েছেন আদালত।
মামলাটিতে মির্জা ফখরুলসহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুদটি অভিযোগপত্র দাখিল করে রমনা থানা পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ডিসেম্বর মাসে হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে আসামিরা বাংলামোটরে পুলিশে গাড়িতে আগুন দিলে এক পুলিশ সদস্য মারা যান। মির্জা ফখরুলকে এ মামলায় হুকুমের আসামি করা হয়।