খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: সারাদেশে হত্যা, খুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার শহরের মুক্তির মোড়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শমসের মোল্লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতন সাহা, জাসদের নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সরকারি কলেজের ছাত্র ফ্রন্টের সভাপতি মিতালি প্রামানিক প্রমুখ।
বক্তারা অবিলম্বে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্তিতির সার্বিক উন্নয়নসহ হত্যা, খুন, গুম ও অপহরণের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।