খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: জেলার মাধবপুরে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ গতকাল শনিবার ভোর রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আক্কল আলীর পুত্র কবির মিয়া (৩০) কে নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ২০১২ সালে হবিগঞ্জ কোর্টে একটি মাদক মামলায় বিজ্ঞ বিচারক তাকে ২ বছরের সাজা দেন। এর পর থেকে সে এতদিন পলাতক ছিল। শনিবার থানা পুলিশের মাধ্যমে থাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।