খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গত শনিবার থেকে নওগাঁ-রাজশাহী সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের জেরে সিদ্ধান্ত নেওয়া হয়।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, গত ৩ জুন নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের একটি গাড়ির (পদ্মা পরিবহন) চালককে রাজশাহী বাস টার্মিনালে মারধর করে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন। এ ঘটনায় নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন বিষয়ে বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের কাছে অভিযোগ করে। গত এক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় গত শনিবার থেকে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন নওগাঁ-রাজশাহী পথে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে নওগাঁ থেকে রাজশাহী গামী যাত্রীরা সকাল থেকে চরম দুর্ভোগে পড়েন।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘কিছু দিন আগে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন আমাদের শ্রমিক ইউনিয়নের এক চালককে মারধর করে। পরের দিনই বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের কাছে এ ব্যাপারে অভিযোগ করা হয়। বিষয়টি সুরাহার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে বিভাগীয় শ্রমিক ইউনিয়ন কোনো পদক্ষেপই নিতে পারেনি। বাধ্য হয়ে আমাদের দাবি আদায়ের লক্ষে নওগাঁ-রাজশাহী সড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত নওগাঁ-রাজশাহী পথে বাস চলাচল বন্ধ থাকবে।’
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন বলেন, ‘দুজন মোটর শ্রমিকের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে মারামারি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা রাজশাহী ও নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় কোনো সমাধানে আসা যায়নি। দুই এক দিনের মধ্যে আবারও আলোচনা হবে। খুব শিঘ্রই বিষয়টি সুরাহা করা হবে।’
গতকাল দুপুরে নওগাঁ বালুডাঙ্গা বাস স্টান্ডে গিয়ে নওগাঁ থেকে রাজশাহী গামী কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। রাজশাহী থেকে নওগাঁ গামী বাসগুলোকে রাজশাহী-নওগাঁ সড়কের নওহাটা মোড়ে যাত্রী নেমে দিয়ে পুনরায় রাজশাহী অভিমুখে ঘুরে চলে যেতে দেখা গেছে। ফলে নওহাটা মোড় থেকে যাত্রীরা বাধ্য হয়ে ইজিবাইক বা সিএনজি যোগে অধিক ভাড়া দিয়ে নওগাঁ শহরে আসতে দেখা যায়।
বালুডাঙ্গা বাস স্টান্ডে রাজশাহী গামী যাত্রী রেজাউল, মাসুম, সাজু সহ ছয়-সাত জন যাত্রীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, রাজশাহী যাওয়ার জন্য তাঁরা নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে নওগাঁ এসেছেন। কিন্তু এসে জানতে পারেন, নওগাঁ-রাজশাহী বাস চলাচল বন্ধ। সিএনজি ছাড়া রাজশাহী যাওয়ার এখন কোনো উপায়। এদিকে সিএনজিতে দ্বিগুণ ভাড়া চাচ্ছে।