খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: জেলা শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ হয়ে মো. জনি (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মানিক সরকার (৩০) ও কালু বেপারী (৩৫) নামের আরো দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার তারাবির শেষে রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এলাকায় ঘূরে জানা যায়, মাদক ও বাবা ব্যবসা ও মাদক সেবনের আড্ডাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। মাদক ব্যবসার জের ধরেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ওয়াহেদুজ্জামান বাবুল গ্রুপের লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ জাকির গ্রুপের লোকজনের ওপর গুলি করলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। হতাহত সবার বাড়ি পাঁচঘড়িয়াকান্দি এলাকায়।
নিহত জনির পরিবারের দাবি, জনি রাজনীতির সঙ্গে যুক্ত নয়। গতকাল রাতে তারাবির নামাজ পড়ে সে বাড়ি ফিরছিল। কোনো উসকানি ছাড়াই তাঁর ওপর গুলি ছোড়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেন, সংঘর্ষের পর পুলিশ পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলিসহ হামলাকারী দলের ওহেদুজ্জামান বাবুল ও অপু (৪০) নামের দুজনকে গ্রেফতার করেছে।