খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: বাগেরহাটের কচুয়া উপজেলার কচুয়া গ্রামে বজ্রপাতে মনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। মনোয়ারা একই গ্রামের মো. শাহ্ আলমের স্ত্রী। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহিদুজ্জামান জানান, সকালে বৃষ্টির মধ্যে সাংসারিক কাজ করতে ঘর থেকে বের হন মনোয়ারা। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।