খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ঘুরে গেলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। পীরগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক ‘প্রান্তকথা’ পত্রিকার কার্যালয় পরিদর্শন করেছেন তিনি। আজ (১২ জুন) রোববার দুপুরে শহরের ইসাহাক মার্কেটে প্রান্তকথা’র কার্যালয় পরিদর্শন শেষে প্রান্তকথা পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি এই উদ্যোগকে স্বাগত জানান এবং পত্রিকাটির সফলতা কামনা করেন । এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ওসি কেএম শওকত হোসেন, বোচাগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, পীরগঞ্জ উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও ‘প্রান্তকথা’ পত্রিকার প্রকাশক রেজওয়ানুল হক বিপ্লব, পত্রিকার পরিচালনা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক বদরুল হুদা,পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মেহের এলাহী, উপ-সম্পাদক আজম রেহমান, বার্তা সম্পাদক জয়নাল আবেদিন বাবুল সহ স্থানীয় সংবাদ কর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।