Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: অবৈধ কল টার্মিনেশনের কাজে ব্যবহৃত সিম বন্ধ না হলে প্রত্যেক সিম/রিমের জন্য চার হাজার টাকা জরিমানা করা হবে। এ ছাড়া চিহ্নিত সিম দিয়ে অবৈধ কল টার্মিনেশনের কাজ অব্যাহত থাকলে প্রতি ঘণ্টায় অতিরিক্ত আরো ৪০০ টাকা করে জরিমানাও গুণতে হবে।
বিটিআরসি’র এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন বিভাগের পরিচালক মো: ইয়াকুব আলী ভুইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সম্প্রতি মোবাইল অপারেটর প্রধান নির্বাহীদের (সিইও) পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সিম বক্স ডিটেকশন (এসবিডি) সিস্টেমে অবৈধ কল টার্মিনেশনে ব্যবহার করা সিম/রিম চিহ্নিত করার দুই ঘণ্টার মধ্যে তা বন্ধ করবে সংশ্লিষ্ট অপারেটর। তবে অবৈধ কল টার্মিনেশনে ব্যবহৃত সিম অপারেটররা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।