খোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে জাসদ ছাত্রলীগ।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসানুল হক ইনুকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা মৌলবাদী জঙ্গিগোষ্ঠী। যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই এ ধরনের কাজ করেছে।
ইনুকে হত্যার হুমকিদাতা কাপুরুষ উল্লেখ করে বক্তারা বলেন, রাতের আঁধারে কাফনের কাপড় অফিসে পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া কাপুরুষের কাজ। সাহস থাকলে তাদের সামনে এসে যুদ্ধ করা উচিত।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজুসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা।