Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27kখোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে কুশিয়ারা নদীর উপর নির্মিত শেরপুর সেতু মেরামতের জন্য ১৪ দিনের জন্য বন্ধ ঘোষনা করার পর ১০ জুন শুক্রবার থেকে সিলেটের সকল গাড়ী মৌলভীবাজার শ্রীমঙ্গল হয়ে যাতায়াত করছে।অতিরিক্ত গাড়ীর কারনে মৌলভীবাজারে সৃষ্ট যানজট নিয়ন্ত্রনে মাঠে নেমেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। ১২ জুন রোববার একই সাথে তার সাথে মাঠে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, এ এসপি রাশেদুল ইসলাম, মৌলভীবাজার মডেল থানার আফিসারবৃন্দ ও মৌলভীবাজার ট্রাফিক পুলিশের সদস্য। তাদের সাথে যোগ দিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।যানজট নিয়ন্ত্রনে মৌলভীবাজার সাইফুর রহমান রোডকে করা হয়েছে ওয়ানওয়ে।মৌলভীবাজার পুলিশ সুপার শাহজালাল জানান, ২২ জুন পর্যন্ত মৌলভীবাজার শহরবাসীকে একটু কষ্ট করতে হবে। বিশেষ করে সাইফুর রহমান রোর্ডের বাসিন্দা ও ব্যবসায়ীদের। এই সময়ে যানবাহন নিয়ে চৌমুহনা থেকে শুধু এই সড়কে প্রবেশ করা যাবে। এই দিকে বের হওয়া যাবে না। তিনি জানান, জনগনকে জানানোর জন্য ইতিমধ্যে শহরে মাইর্কিংও করা হয়েছে।এ সময় তিনি মৌলভীবাজার চাঁদনীঘাট বাস ষ্ট্যান্ড থেকে শ্রীমঙ্গল রোড ঢাকা বাস ষ্ট্যান্ড পর্যন্ত যত্রতত্র গাড়ী পার্কিং না করার জন্যও জনসাধারণ ও গাড়ীর চালকদের প্রতি অনুরোধ জানান।এদিকে মৌলভীবাজারে যানজট নিয়ন্ত্রনে থাকলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে যত্রতত্র গাড়ী পার্কিং এবং টমটম ও সিএনজি আটো রিক্সার কারনে একটু পর পরই যানজট বাধেঁ। যা নিয়ন্ত্রনে পুলিশ ও ট্রাফিক বিভাগের আরো ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে দাবী জানিয়েছেন দূরপাল্লার চালক ও যাত্রীরা।এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, যানজট নিয়ন্ত্রনে তারাও কাজ করছেন এবং হবিগঞ্জ রোড থেকে সিএনজি অটো রিক্সা ও ব্যাটারী চালিত টমটম সরানোর জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।উল্লেখ্য সড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সড়ক বিভাগের অধীনে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতুর জরুরি মেরামত কাজের জন্য ১০ জুন সকাল থেকে ২২ জুন ভোর ৬টা পর্যন্ত এ সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।এই সময়ের জন্য বিকল্প পথ হিসেবে যানবাহন চলাচলের জন্য হবিগঞ্জের মিরপুর হয়ে শ্রীমঙ্গল মৌলভীবাজার- রাজনগর -ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য যাত্রী ও চালককে অনুরোধ জানানো হয়েছে।