Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bagerhatখোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: বর্ষা মৌসুমের শুরুতেই প্রবল বর্ষণে রামপাল উপজেলা সদরসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। জনজীবনে দেখা দিয়েছে চরম দূর্ভোগ। রামপাল সদর মেইন রোড, উপজেলা চত্ত্বর, রামপাল স্বাস্থ্য উপকেন্দ্র, মডেল প্রাথমিক বিদ্যালয়, কলেজ রোড, কামরাঙ্গা এলাকা, সেটেলমেন্ট অফিস চত্ত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পানিতে তলিয়ে গেছে। কোন কোন জায়গায় অফিস চত্ত্বর ছাপিয়ে ভিতরে পানি ঢুকেছে। এর ফলে জন সাধারণের সলাচল ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

উপজেলা সদর সংলগ্ন শ্রীফলতলা এলাকার ইটের ছলিং রাস্তাগুলো পানিতে প্লাবিত হয়েছে। আক্রান্ত এলাকার শত শত ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে। এতে জন সাধারণের জীবনযাত্রায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। একই সাথে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা দ্রুত নষ্ঠ হচ্ছে। এবং লবনাক্ততার ব্যপক বিস্তার ঘটছে। রামপাল সদরে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে জলাবদ্ধতার সমস্যা চরম আকার ধারন করেছে।

এছাড়া বছরের পর বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা চলে আসলেও দাউদখালীসহ বিভিন্ন তীরবর্তী জনপদগুলোতে গ্রাম রক্ষা বাঁধ তৈরীর কোন উদ্যোগ গ্রহণ না করায় জনগণের চরম দুর্দশার সৃষ্টি হচ্ছে। রামপাল সদর ইউনিয়ন ছাড়াও উজলকুল, রাজনগর, বাইনতলা, বাঁশতলীসহ বিভিন্ন অঞ্চলে ও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

অপর দিকে ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এখন পানিতে প্লাবিত। পানি স্কুলের ভিতরে প্রবেশ করায় চরম দূর্ভোগের সমুখীন হচ্ছে। তাছাড়া বিদ্যুৎ বিপর্যের কারনে ভূগান্তি এখন চরমে। চলমান জলাবদ্ধতা দেখে ভরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা পরিস্থিতি কি আকার ধারণ করতে পারে সে ব্যপারে জন মনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থাপনা, এলাকা রক্ষা বাঁধসহ পানি নিষ্কাশনে নদী খাল ও জলাধারগুলোর অবাধ প্রবাহ নিশ্চিত করনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।