খোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: জাহাঙ্গী আলম কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমিউনিটি মোবিলাইজেশন পার্ট, আইএপিপি কুড়িগ্রামের ব্যবস্থাপনায় ও ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট এর আওতায় সোমবার দুপুরে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক অভিজ্ঞতা বিনিময় দিবসে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। প্রধান শিক্ষক মোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট এর জেলা সমন্বয়ক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশিদ, উপজেলা মৎস অফিসার মাহমুদুল হাসান, সাংবাদিক আব্দুল আজিজ মজনু, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ হারুন ছোট), হারুন অর রশিদ হারুন (বড়), উপ-সহকারী কৃষি অফিসার আবুবকর সিদ্দিক, কৃষক একাব্বর আলী, আক্কাস আলী, কৃষানী মর্জিনা, এসপা, রাহিলা, আকলিমা, ময়না প্রমুখ। পরে ১২ জন কৃষককে কৃষি কাজে তাদের সফলতা থাকায় পুরুস্কারে ভূষিত করা হয়। এসময় ফুলবাড়ী ইউনিয়নের ৫০টি আইএপিপি’র দলের ২শ জনের অধিক কৃষক কৃষানী অংশ গ্রহন করেন।