Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: এডগার রাইজ বারোজের লেখা বিখ্যাত টারজান কল্পকথা জানেন না এমন লোক পাওয়া ভার। জাহাজ যাত্রাকালে নাবিকরা খুন করে তাদের ক্যাপ্টেনকে। সন্তানকে নিরুপায় হয়ে এক ইংরেজ দম্পতি ছেড়ে দেন আফ্রিকার বনে। পরে সেই দম্পতিও মারা যায়। তাদের ছেলেকে বড় করে গরিলা জাতীয় জীবেরা। ‘টারজান অফ দ্য এইপস’ নামে উপন্যাসের টারজান চরিত্র ধরে সারাবিশ্বে চিত্রায়িত হয়েছে নাটক, সিনেমা, গল্প।
এবার বাস্তবেই এমন চরিত্রের দেখা মিলেছে। প্রায় ৪৮ বছর ধরে বনে বাস করছেন এক বৃদ্ধ। ৭১ বছর বয়সী এই বৃদ্ধের নাম কেনচাপ্পা গৌড়া। ভারতের দক্ষিণ কন্নরে সুলিয়া এলাকায় মারগাঞ্জ গ্রামের একটি জঙ্গলে একা বাস করছেন তিনি।
অবশ্য টারজানের মতো বিপদে পরে নয়। নিজের ইচ্ছাতেই ২৩ বছর বয়সে জঙ্গলে আসেন এই বৃদ্ধ। নারকেল পাতা দিয়ে বানানো একটি ছোট্ট একচালা ঘরই কেনচাপ্পা গৌড়ার কাছে অট্টালিকা। আলু দিয়ে বানানো খাবার খেয়েই কাটে তার দিন।
তিনি নাকি কখনো অসুস্থও হননি। তবে হাতির আক্রমণে নারকেল পাতা দিয়ে বানানো তার ঘর বেশ কয়েকবারই ভেঙে গেছে।