খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: কোপা আমেরিকার আগের দুই ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। শেষ ম্যাচে তারা জ্যামাইকার বিপক্ষে মাঠে নামে। সান্ত্বনার এ ম্যাচে বড় জয় নিয়েই দেশে ফিরছে তারা। এদিন তারা জিতেছে ৩-০ গোলে।
দিনের অন্য ম্যাচে মেক্সিকো ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ‘সি’ গ্রুপ থেকে এই দু’টি দলই ৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। উরুগুয়ে মাত্র এক ম্যাচ জিতে আর জ্যামাইকা জয়হীন থেকে এবারের আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে। জ্যামাইকার বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে আবেল হারনানদেজের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। এবারের আসরে তিন ম্যাচে এই প্রথম আগে গোল করার ঘটনা উরুগুয়ের। ৬৬ মিনিটে জ্যামাইকার ওয়াটসনের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়ে। আর ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে সর্বোচ্চ ১৫বারের শিরোপাজয়ীদের বড় জয় নিশ্চিত করেন ৩০ বছর বয়সী ডিফেন্ডার মাতিয়াস করুজো। অন্যদিকে ভেনেজুয়েলার সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্র করেছে মেক্সিকো।
টেক্সাসের রিলায়ান্ট স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে ভেনেজুয়েরাকে এগিয়ে দেন হোসে ভেলাজকুয়েজ। ৮০ মিনিট পর্যন্ত তারা এগিয়ে ছিল। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে মেক্সিকোকে সমতায় পেরান জেসাস করোনা। এতে সব মিলিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকলো মেক্সিকো। তবে টানা ১১ ম্যাচ জয়ের পর ধারা ব্যহত হলো তাদের।