Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: প্রেম দরিয়ায় আজ আর ডুব দেওয়ার সময় কার কাছেই বা আছে? আজ তো সবই মোবাইল ফোনের অন্দরমহলে ঠাঁই পেয়েছে। ভালবাসা প্রকাশ করতে গেলেও এখন ইমোজির সাহায্যই নিতে হয় বং জেনারেশনকে। তাই সই, তবে প্রেম যেভাবেই করা হোক না কেন তার কিছু নিয়ম-কানুন অবশ্যই থাকে। যা মেনে চললে ভালবাসায় জোয়ার আসতে বাধ্য।
১) মোবাইলে প্রেম করতে গেলে কন্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে চোখে চোখে ইশারা এই মাধ্যমে খুব বেশি হবে না। তাই ভালবাসার মানুষের মন কথার মাধ্যমেই জয় করতে হবে।
২) টেক্স মেসেজের বদলে এখন প্রেমিক-প্রেমিকাদের মনের কথা বিনিময়ের আধার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারগুলি। তাতে সঠিক ইমোজি ব্যবহার আপনার হাতেই। ভুল পাঠালে ভয়ের কিছু নেই। বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা হয়েই থাকে।
৩) মনের কথা বলতে গিয়ে কোনো বিখ্যাত কোটেশনের সাহায্য নিতেই পারেন। এতে কোনো দোষ নেবেন না আপনার প্রেমিক বা প্রেমিকা বরং খুশিই হবেন নিজের স্তুতিতে।
৪) ব্যস্ত সময়ের ফাঁকে পছন্দের মানুষটার কথা মনে পড়ছে? ফোন করবেন? কাজের মাঝে থাকতে পারে তো? একটা ছোট্ট মেসেজ ছেড়ে দেওয়াই যায়। তাতে বুঝতে পারবেন ওপারের পরিস্থিতি অনুকুল আছে কিনা।
৫) গ্লোবালাইজেশনের যুগে ভৌগলিক দূরত্ব ক্রমেই বাড়ছে। বাড়ছে লং ডিসটেন্স রিলেশনশিপের হার। সেক্ষেত্রে মোবাইলই একমাত্র ভরসা। তবে, মোবাইল প্রেম যতটা ভাল, ততটাই মন্দ হতে পারে। সবই নির্ভর করছে আপনাদের সতর্কতা ও সচেতনতার উপর।