খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে ব্যাপক জালভোট ও কারচুপির অভিযোগে একটি কেন্দ্রে ফল বাতিল করে সেখানে পুনর্নির্বাচনের দাবিতে জেলায় সড়ক ও নৌপথে টানা ৩৬ ঘন্টা শেষে ফের ১৯-২১ জুন তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। এ লক্ষে সংগঠনটির ডাকে রাঙ্গামাটি জেলায় সোমবার সকাল ৬টায় শুরু হওয়া টানা ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়। এ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
অবরোধ শেষে মঙ্গলবার বিকালে জেএসএসের জেলা অফিসের সামনে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে ফের তিন দিনের অবরোধ ঘোষণা করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি কিশোর কুমার চাকমা। এ সময় তিনি বলেন, ভূষণছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫ বিজিবি এর সহায়তায় স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক কেন্দ্র দখল করে ভোট ডাকাতির প্রতিবাদে এবং উক্ত কেন্দ্রে পুন:নির্বাচনের দাবিতে’ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আহুত ‘১৩ জুন ২০১৬, ভোর ৬:০০ টা হতে ১৪ জুন ২০১৬, সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলায় সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি’ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।
অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতা করার জন্য সড়ক ও জলপথের সকল যানবাহনের মালিক ও চালক সমিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণসহ সর্বস্তরের জনগণকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।
আরও উল্লেখ্য যে, গত ৪ জুন অনুষ্ঠিত রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার অন্তর্গত ভূষণছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটি আবারও আগামী ১৯, ২০ ও ২১ জুন তিন দিন, সকাল-সন্ধ্যা (প্রতিদিন সকাল ৬:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত) রাঙ্গামাটি পার্বত্য জেলায় সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি পালন’ এর ঘোষণা করছে। উক্ত কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটি আবারও রাঙ্গামাটি পার্বত্য জেলার সড়ক ও জলপথের সকল যানবাহনের মালিক ও চালক সমিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণসহ সর্বস্তরের জনগণ এর আন্তরিক ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছে।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, কেন্দ্রীয় নেতা সজীব চাকমা, চিংহ্লামং চাক, উদয়ন ত্রিপুরা, জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা, সাংগঠনিক সম্পাদক শরৎজ্যোতি চাকমা, পিসিপির সভাপতি বাচ্চু চাকমা, যুব সমিতির জেলা সভাপতি পোলেন চাকমা, মহিলা সমিতির জেলার সাধারণ সম্পাদক জোনাকি চাকমাসহ অন্যরা।
তিনি ঘোষণা করে বলেন, রোগী বহনকারী যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অগ্নিনির্বাপক, আইনশৃংখলা ও নিরাপত্তাবাহিনী, জরুরি বিদ্যুৎ সরবরাহ, জনগুরুত্বপূর্ণ ও সাংবাদিক বহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।