Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: তাপস কুমার, নাটোর: আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জের ধরে নাটোরের সিংড়ার বেড়াবাড়ি গ্রামে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে রেজাউল করিম নিহতের ঘটনায় ২০জনকে আসামী করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন সোমবার রাতে নিহতের পিতা রহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এদিকে ঘটনার দিন র‌্যাব এবং পুলিশের অভিযানে আটক সাইফুল বাহিনীর প্রধান সাইফুল ইসলাম সহ ৮জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার সিংড়ার চলনবিলের প্রত্যন্ত বেড়াবাড়ী গ্রামে আধিপত্য বিস্তার এবং পূর্ব জের ধরে স্থানীয় আওয়ামীলীগের রেজাউল ইসলাম এবং আনোয়ার হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে আনোয়ার হোসেন গ্রুপের রেজাউল করিম সহ অন্তত ৮জন আহত হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আনোয়ার গ্রুপের রেজাউল ইসলাম কে মৃত ঘোষনা করে কর্তব্যরত ডাক্তাররা। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ, র‌্যাব এবং জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে রেজা গ্রুপের সাইফুল ইসলাম, সুমন হোসেন, বাবলু, রকিবুল ইসলাম, মকবুল হোসেন, মজনু হোসেন, মানিক উদ্দিন এবং জিয়ারুল ইসলামকে আটক করা হয়। এছাড়া তল্লাসী চালিয়ে ৫টি হাসুয়া ও ৩টি ফলা উদ্ধার করা হয়।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল মামলা দায়ের ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন।