Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গুম-খুনে অভিজ্ঞদের সরকারে রাখায় দেশ আজ অস্থিতিশীল। প্রকৃত খুনিদের বিদেশে পাঠিয়ে বিএনপি নেতাকর্মীসহ নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার করে বাণিজ্য করা হচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীতে বিএনপিপন্থী প্রকৌশলীদের ইফতার মাহফিল অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া প্রশ্ন করেন, গুম-খুনে কারা জড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি জানেনই তবে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। সন্ত্রাস ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় সরকার।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘তাদের দলে এমন সব লোক রয়েছে যারা অনেক অভিজ্ঞ, অনেক আগে থেকেই তারা এই খুন গুম করে এসেছে। আওয়ামী লীগ যখন এক সঙ্গে স্বাধীনতা লাভ করে ক্ষমতায় ছিল, এরাই কিন্তু তখন আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির জন্মও তখন হয়নি, এই দলের লোকগুলোই তখন আওয়ামী লীগের লোকদের খুন করত, গুম করত এবং তাদের নেতা সম্পর্কে যে খারাপ ভাষায় বক্তব্য দিত, যে খারাপ ভাষা ব্যবহার করত, অশ্লীল ভাষা ব্যবহার করত সেগুলো আওয়ামী লীগ ও হাসিনা সব ভুলে গিয়ে আজকে নিজের দলের লোকদের মূল্যায়ন না করে এই খুনি, এই অত্যাচারীদের মূল্যায়ন করা হচ্ছে। তার ফলেই কিন্তু দেশের এই অবস্থা হচ্ছে।’
গুম-খুন নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করতে গিয়ে তাদের জোটসঙ্গী জাসদকেই দায়ী করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
জাসদকে ইঙ্গিত করে খালেদা বলেন, “এই দলের লোকজন তখন আওয়ামী লীগের লোকজনকে খুন করত, গুম করত। তাদের নেতার সম্পর্কে কী খারাপ ভাষায় বক্তব্য দিত, যে খারাপ ভাষা ব্যবহার করত, অশ্লীল ভাষা ব্যবহার করত!
“সেগুলোকে এখন হাসিনা ভুলে গিয়ে নিজের দলের লোকজনকে মূল্যায়ন না করে এই খুনি-অত্যাচারীদের মূল্যায়ন করছে। তার ফলেই দেশের এই অবস্থা হচ্ছে।”
“তাদের (সরকার) মধ্যে আসল সব খুনিরা রয়েছে। তাদের দলে এমন সব লোক রয়েছে, তারা অনেক অভিজ্ঞ, অনেক আগে থেকেই তারা গুম-খুন করে এসেছে,” বলেন খালেদা।