খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: ঝিনাইদহে পুরোহিত হত্যার সাতদিন পর সমবেদনা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারের তিন মন্ত্রী। পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের করাতিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন তিন সমবেদনা জানান এবং রাজনৈতিক বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের এ সভায় নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান আলী সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেত্রী দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চাই। দুই একটি গুপ্ত হত্যা করে আতঙ্ক সৃষ্টি করতে চাই। আওয়ামী লীগকে ভয় দেখাতে চায়। কিন্তু আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। জঙ্গি তৎপরতা সম্পূর্ণভাবে রুখে দেওয়ার জন্য বর্তমান সরকার তৈরি আছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত নির্বাচন চায় না। তাই তারা নির্বাচনে না যেয়ে জ্বালাও পোড়াও করলেন। মানুষ হত্যা করলেন। এবার জামায়াত শিবিরের লোকজন দিয়ে বিএনপি নেত্রী গুপ্ত হত্যা করছেন।’
তিনি বলেন, ‘আপনারা টার্গেট কিলিং করে সরকারকে দুর্বল করতে পারবেন না। এভাবে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার পথ পাবেন না।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমাকে কাপনের কাপড় পাঠিয়ে কোনো লাভ নাই। একদিন তো মরতেই হবে। কাপনের কাপড় থাকলো, পরে কাজে লাগবে।’
সমাবেশে যত দ্রুত সম্ভব সকল খুনিদের গ্রেফতার করার দাবি জানান বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ, সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইসহ অনেকে।
গত ৭ জুন মঙ্গলবার ঝিনাইদহ সদরের সোনাইখালী গ্রামের মহিষের ভাগাড় নামক স্থানে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী নন্দকে (৬৫) গলা কেটে হত্যা করেন দুর্বৃত্তরা।
নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল একই উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত সত্য গোপাল গাঙ্গুলীর ছেলে। হত্যাকাণ্ড ঘটানোর পরেই দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ‘আইএস’ বিবৃতি দেয়।
হত্যাকাণ্ডের পর নিহতের বাড়ি পরিদর্শন করে পরিবারের প্রতি সমবেদনা জানান ভারতীয় দূতাবাসের রাজনৈতিক সেক্রেটারি রমা কান্ত গুপ্ত ও ভিসা কনসুলার রাজেস ওকাই। পরে পরিবারের সাথে দেখা করতে আসেন সরকারের মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র।