খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: ধারাবাহিকভাবে ভিন্নমতের লোকদেরকে নৃশংসভাবে হত্যার প্রেক্ষিতে দেশের আলেমরা এক ফতোয়া তৈরি করেছেন। আলেমদের কাউন্সিলের প্রধান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের নেতৃত্বে প্রায় এক লক্ষ আলেম স্বাক্ষরিত ওই ফতোয়া আগামী শনিবার প্রকাশিত হতে পারে। খবর দিয়েছে এএফপি।
ফরিদ উদ্দীন মাসউদের বরাতে সংস্থাটি বলেছে, অমুসলিম, সংখ্যালঘু ও সৈক্যুলার ব্যক্তিদের হত্যা ইসলামে নিষিদ্ধ। এসব হত্যাকা- অবৈধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। এগুলো জিহাদের অংশ হয়, সন্ত্রাসবাদী কর্ম’।