Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: সন্ত্রাস ও জঙ্গি দমনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একত্রে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আইএস নির্মূলে একসঙ্গে কাজ করবে দুই দেশ। এজন্য দুই দেশের গোয়েন্দা তথ্য বিনিময় অনুসন্ধান পদ্ধতিতে সহায়তা বাড়ানো হবে।
মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া মার্কিন নাগরিকরা যাতে অস্ত্র বহন করতে পারে সে অনুমতি চেয়েছি। মার্কিন নাগরিকসহ অন্যদের নিরাপত্তায় সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতরে ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা চিঠিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোরালো বক্তব্যের প্রশংসা করেন তিনি।