Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

pabnaখোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: পাবনা: পাবনার পাকশি পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী রুবেল (২৫) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। আজ রাত ৩টার দিকে পাকশি ইউনিয়নের পদ্মার চর এলাকায় এ ঘটঁনা ঘটে। নিহত রুবেল ঈশ্বরদী দিয়ার বাঘইল এলাকার ইদ্রিস আলী ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার জানান, আজ রাতে সুজাউল হত্যার প্রধান আসামী রুবেলকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরেক আসামী ইব্রাহীম ওরফে ইব্রাকে ধরতে পাকশি পদ্মার চরে গেলে সেখানে থাকা ইব্রা বাহিনী পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা ১০ রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় রুবেল দৌড়ে পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষের গুলতে আহত হন। এ সময় পুলিশের এসআই তৌফিকসহ ৩ পুলিশ সদস্য আহত হন। আহতদেরকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘঁটনাস্থল থেকে একটি বিদেশী রিভালবার ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে ্ইব্রাহিমকে পুলিশ ধরতে পারেনি বলে ওসি জানান।