খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুরে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি):বিষয়ক জেন্ডার প্রেক্ষিত এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতি প্রতিরোধ শীর্ষক আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা গেড়টার সময় আরডিআরএস বাংলাদেশ রংপুর এর সভা কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতি প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রংপুর এ.কে.এম.মারুফ হাসান । উক্ত মতবিনিময় সভায় শ্রী মনজু সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ও সমাজ সেবা অধিদপ্তর রংপুর নাজমুন নাহার, জেলা লিগ্যাাল এইট অফিসার মাজিয়া খাতুন,সিনিয়র নারী অধিদপ্তর কর্মকর্তা শমসেয়ারা বিলকিছ প্রমুখ ।