Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: রাজধানীর শেরে বাংলা নগরে র‍্যাব-২ এর সঙ্গে বন্দুকযুদ্ধে কারওয়ান বাজারের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আইদুল ওরফে মামা সাগর (২৬) নিহত হয়েছেন।
বুধবার দিবাগত ‍রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
এরআগে রাত ২টার দিকে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে র‍্যাব-এর একটি দলের সঙ্গে বন্দুকযুন্ধে গুলিবিদ্ধ হন আইদুল। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।
এতে র‍্যাবের দুই সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়। র‍্যাব সদর দপ্তরের মিডিয়ার সহকারী পরিচালক এসসপি মিজানুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে রাখা হয়েছে।