Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আয়ের ওপর নির্ধারিত ৩৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৫৯৯ টাকা উৎসে কর রাজস্ব খাতে জমা দিয়েছে।
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটওয়ারী কর অঞ্চল-১৩ এর কমিশনার সেলিম আফজালের কাছে এ কর জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল হাসান এবং ব্যবস্থাপক মো. মিলন মিয়া।
ডিএসই ডিমিউচুয়্যালাইজেশনের পর প্রথমবারের মতো ২০১৬ সালের ৩ মার্চ এর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ৩০ মে এ লভ্যাংশ বিতরণ করা হয়।
আর এই লভ্যাংশের উপর ৩৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৫৯৯ টাকা উৎসে কর নির্ধারিত হয়।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৪ ধারা অনুযায়ী এ কর জমা দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।