খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: আদেনর লিওনার্দোর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ‘নিশ্চিত খবর’ দিয়েছে দেশটির গণমাধ্যম।
তিতে নামে পরিচিত ৫৫ বছর বয়সী এই কোচ ফ্লুমিনেসের বিপক্ষে সামনের ম্যাচে করিন্থিয়ান্সের ডাগআউটে থাকবেন না বলেও জানিয়েছে দলটির সভাপতি।
ব্রাজিলের দৈনিক ও গ্লোবো বুধবার করিন্থিয়ান্সের সভাপতি রবের্তো দে আন্দ্রাদের উদ্ধৃতি দিয়ে তিতের নেইমারদের কোচ হওয়ার খবর দেয়।
সেখানে আন্দ্রাদো বলেন, “তিতে সিবিএফের প্রস্তাব গ্রহণ করেছে। আজ বিকেল ছিল (করিন্থিয়ান্সের হয়ে) তার শেষ কাজ, ফ্লুমিনেন্সের বিপক্ষে আগামীকালের ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেবেন না। ঘণ্টা দুই আগে তিনি প্রথম আমাকেই বিষয়টি জানান। ভেবেছিলাম তিনি (ব্রাজিলের দায়িত্ব) নেবেন না, কিন্তু সে দায়িত্ব নেওয়ায় আমি বিস্মিত হয়েছি।”
সিবিএফ অবশ্য এখনও এ বিষয়ে কিছু জানায়নি।
১৯৮৭ সালের পর এবারই প্রথম লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ব্রাজিল। এ ব্যর্থতায় পরই দেশটির ফুটবল ফেডারেশন গত মঙ্গলবার জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে।
তারপর থেকেই করিন্থিয়ান্সকে সাফল্য এনে দেওয়া তিতের ব্রাজিল দলের কোচ হওয়ার জোর সম্ভাবনা নিয়ে খবর বের হয়। মঙ্গলবার রাতেই সিবিএফ কর্তাদের সঙ্গে কথা বলতে সাও পাওলো থেকে রিও দে জেনেইরোতে যান তিতে।
তিন ঘণ্টার আলোচনা শেষে মধ্যরাতের দিকে সিবিএফের মুখমাত্র দগলাস লুনারদি জানান, প্রথম আলোচনা ভালো ছিল; তবে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষ শিগগিরই আবার আলোচনায় বসবে।
সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জিতিয়েছেন তিতে। ২০১২ সালে প্রথমবারের মতো জিতিয়েছেন কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।
আগামী অগাস্টে রিও অলিম্পিকে নেইমারদের কোচ হিসেবে হোজেরিও মিকালে দায়িত্ব পালন করবে বলে সিবিএফ তাদের ওয়েবসাইটে বুধবার জানায়।