খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় নওগাঁর রানীনগর, ও পত্মীতলা উপজেলা থেকে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ডা: খায়রুল আলম মন্টু ও ২জন জেএমবি সদস্যসহ ৭২ জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করেছে পুলিশ। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, রানীনগর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী উপজেলার বড়গাছা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে ডা: খায়রুল আলম মন্ট(৫৫)ুকে বুধবার ভোর রাতে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । এ সময় বাড়ি থেকে পুলিশ ২টি ককটেল ও একটি ছোরা উদ্ধার করে। গ্রেফতার কৃত তালিকাভুক্ত অপর ২ জন জেএমবি সদস্য হলেন পত্মীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে জালাল উদ্দিন(৪৭) ও একই উপজেলার চকদূর্গা গ্রামের মোহাম্ম আলীর ছেলে মোশারফ হোসেন(৩৫)। এছাড়া ওই রাতে পুলিশ ৯টি জেহাদি বই ও ৫ টি লোহার রডসহ মান্দা উপজেলার পিওলি গ্রামের শহর উদ্দিনের ছেলে জামায়াত কর্মী মোজাম্মেল হককে গ্রেফতার করে। জেলার অন্যান্য স্থান থেকে গ্রেফতারকৃতদের ৭২ জনের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদকদ্রব্য বিক্রেতা, পলাতক সাজাপ্রাপ্ত আসামী রয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে বলে ও জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম ।