Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: এক বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর হয়ে লড়াই করা সংযুক্ত আরব আমিরাতের লড়াই ‘কার্যত শেষ’ হয়েছে।
দেশটির একজন শীর্ষস্থানীয় এক কূটনীতিক বুধবার এ মন্তব্য করেছেন বলে খবর প্রকাশ হয়েছে।
গেল বছরের ২৫ মার্চ ইয়েমেনের শিয়া হুতি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বধীন আরব জোট বাহিনী। এই বাহিনীর এক গুরুত্বপূর্ণ সদস্য সংযুক্ত আরব আমিরাত।
আরব জোট বাহিনী হুতিদের বিরোধিতা করে ইয়েমেনের ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সুন্নি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির পক্ষ নিয়ে লড়াইয়ে নামে।
শিয়া হুতিদের হাতে ইয়েমেনের নিয়ন্ত্রণ চলে গেলে দক্ষিণ পাশের এই প্রতিবেশী দেশটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের প্রভাব বলয়ে চলে যাবে, এমন শঙ্কা থেকে সৌদি আরব ইয়েমেনে হস্তক্ষেপ করে।
এক বছর পর এ লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের কাজ মূলত শেষ হয়েছে বলে মন্ত্যব করেছেন দেশটির পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রী আনওয়ার গাসগাস। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের দাপ্তরিক ট্যুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি উদ্ধৃতিতে এমনটাই প্রকাশ পেয়েছে।
ওই উদ্ধৃতিতে গারগাস বলেছেন, “আমাদের আজকের অবস্থান পরিষ্কার: আমাদের উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে এই যুদ্ধ শেষ হয়েছে। আমরা এখন রাজনৈতিক সমঝোতার দিকে মনোযোগ দিচ্ছি এবং আমাদের রাজনৈতিক ভূমিকা এখন মুক্ত এলাকায় ইয়েমেনিদের ক্ষমতা সংহত করা।”
গেল বছরের সেপ্টেম্বরে ইয়েমেনের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থান নেওয়া আরব জোট বাহিনীর ওপর হুতিদের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে জোটের ৬০ জন সেনা নিহত হন। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ৫২ জন সেনা ছিলেন। এটি ইয়েমেনের লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা।