Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: ঈদ বাজারে ভারতীয় পোশাকের একচেটিয়া আধিপত্য নতুন কিছু নয়। ভারতীয় চ্যানেলে প্রচারিত সিরিয়াল বা হিট কোনো হিন্দি সিনেমার নামে নতুন ফ্যাশন বাজারে আসে। প্রতিবারের মতো এবারো এর ব্যাতিক্রম হয়নি।
ভারতের ব্যবসা সফল ছবি ‘বাহুবলী’ ও ‘বাজিরাও মাস্তানি’ নামে বাজারে এসেছে নতুন পোশাক যা ইতিমধ্যে তরুণীদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। এর বাইরে ঝলক, সাহারা, নন্দিনী, ইচ্ছামতি পোশাকেরও প্রভাব রয়েছে।
বাজার ঘুুরে দেখা গেছে, ঈদ পোশাকের বাজারে এসব পোশাকের দাম দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। তবে মার্কেট ভেদে এর দামে পার্থক্য রয়েছে।
বুধবার রাজধানীর পান্থপথের বসুন্ধারা সিটি শপিং মলে গিয়ে দেখা যায়, মার্কেটের কেনাকাটা মোটামুটি জমে উঠেছে। এর মধ্যে তরুণ-তরুণী ও নারীদের ভিড় কিছুটা বেশি।
গৃহিণী রহিমা আফরোজ বলেন, বাচ্চাদের কেনাকাটা দ্রুত শেষ করে ফেলতে চাই। পরে ভিড়ের মধ্যে তাদেরকে নিয়ে কেনাকাটা করা কঠিন। এজন্য আগেভাগেই এসেছি।
সঙ্গে থাকা মেয়ে নিকিতা আফরোজ বলেন, ঘুরে ঘুরে বিভিন্ন মডেল দেখছি। এখনো ঠিক করিনি কোনটা নেবো। তবে বাজিরাও মাস্তানি ভালো লেগেছে।
বিক্রেতারা বলছেন, এখনো সেভাবে ক্রেতা সমাগম হয়নি। সামনের সাপ্তাহিক ছুটির দুই দিনে এই কেনাকাটা জমে উঠতে পারে। জাগোনিউজ