Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : বান্দরবান সদর ও রাঙ্গামাটির বিলাইছড়ি থেকে গ্রেফতারকৃত ২ নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা। গ্রেফতারের প্রতিবাদে ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জনসংহতির নেতারা সরকারের উদ্দেশে এ হুশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনসংহতি সমিতির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
১৫ জুন জনসংহতি সমিতির বান্দরবান থানা শাখার সভাপতি উচসিং মারমাকে এবং ১৪ জুন রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের অর্থ সম্পাদক সুনীতিময় চাকমাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিসহ বান্দরবানে জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমিতির জেলা কার্যালয় হতে একটি মিছিল কের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে সেখানে সমাবেশ করা হয়।
জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় ভূমি ও কৃষিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক জোনাকী চাকমা, যুব সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতি অন্তিক চাকমা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জনসংহতি সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা ও মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা।
সমাবেশে দাবি করে জনসংহতি সমিতির নেতারা বলেন, হয়রানি ও হীন রাজনৈতিক উদ্দেশে ১৫ জুন মিথ্যা মামলায় জড়িত করে বান্দরবানের জনসংহতি সমিতির নেতা উচসিং মারমাকে এবং ১৪ জুন জনসংহতি সমিতির শান্তিপূর্ণ অবরোধ চলাকালে ছাত্র নেতা সুনীতিময় চাকমাকে গ্রেফতার করা হয়। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।