খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: গতকাল বৃহষ্পতিবার রসিক কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে রসিক সচিব ফজলুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া,লাইসেন্স কর্মকর্তা রাফিউল ইসলাম,লাইসেন্স পরিদর্শক রাফিক উল হাসান প্রমুখ। উল্লেখ্য উক্ত প্রশিক্ষনে রসিকের ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহন করে।