খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার বাঁশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তন্ময় ভৌমিক স্কুল ফাঁকি দিয়ে সরকারী চাকুরীর পাশাপাশি দিনের পর দিন একইসাথে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা পেশা চালিয়ে যাচ্ছে। এতেকরে কোমলমতি ছাত্র-ছাত্রীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সরকারী চাকুরীবিধি ভঙ্গ করছে। এ বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটি। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রাশাসক ড. মোঃ আমিনুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন সুজন জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সাবেক আহবায়ক ও জেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যান্য জেলা কমিটির নেতৃবৃন্দ ।