Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: নওগাঁ : নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় মো: হামিদুল ইসলাম (৪৫) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে অফিসিয়াল কাজ শেষে মটরসাইকেল যোগে নিজ বাড়ি করজগ্রাম যাওয়ার পথে রাণীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া ব্রীজ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এক অটো ভ্যান চালক তাকে অজ্ঞান অবস্থায় রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত হামিদুল ইসলাম উপজেলার ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সে উপজেলার করজগ্রামের দাসের আলী মল্লিকের ছেলে বলে জানা গেছে।
রাণীনগর থানার এসআই মামুনুর রশিদ মামুন জানান, লাশটির সুরতহাল শেষে কোন অভিযোগকারি না থাকায় দাফনের জন্য তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত হামিদুলের ব্যবহারিত মটরসাইকেলটি সামনের অংশ ভেঙ্গে যাওয়ার কারণে ধারনা করা হচ্ছে বিপরিত মুখি কোন এক ধরণের যানবাহনের সাথে সরাসরি সংঘর্ষে তার মৃত্যু ঘটে।