খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: রামপাল বাগেরহাট: বাগেরহাটের রামপালে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে রামপাল ডিগ্রি কলেজের ছাত্র লম্পট রুহুল আমীন বাবু (১৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার রায় বৃহস্পতিবার সন্ধা ৭ টায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন। জানা গেছে, পেড়িখালী গ্রামের তৈয়েবুর রহমানের পুত্র লম্পট রুহুল আমীন বাবু রোমজাইপুর গ্রামের জনৈক মুদি দোকানির কন্যা ও পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী (১৪) কে বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয় গিয়ে প্রকাশ্যে শ্লীলতাহানীর চেষ্টা করে। তাৎখনিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই লম্পটকে আটক করে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে হাজির করে লিখিত অভিযোগ দেন। বিদ্যালয় প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার ঘটনার বিষয়টি সংবাদিকদের নিশ্চিত করেন। ভ্রাম্যমান আদালতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি দন্ডাদেশ প্রদানের কথা সাংবাদিকদের জানান।