খোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: রাজনগর উপজেলার বিভিন্ন হাটবাজারে দেদারছে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত মৌসুমী ফল। এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। রমজান মাসে বাজারে প্রচুর ফল উঠলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় ফরমালিন মিশ্রিত এসব ফল খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। কিন্তু ফরমালিন পরীক্ষার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেয়া হলেও এ উপজেলায় এর কোনো প্রভাব পড়েনি। সরজমিনে দেখা যায়, উপজেলার মোকামবাজার, খেয়াঘাট বাজার, মুন্সিবাজার সহ বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ফরমালিন মিশ্রিত ফল। ক্রেতারা বাড়তি পুষ্টির আশায় প্রতিদিন আম,জাম,কাঁঠাল,লিচু,তরমুজ,মাল্টা আনারসসহ বিভিন্ন রকম ফল কিনছেন। এসব ফল ফরমালিন নামের বিষ মিশিয়ে বিক্রয় করা হচ্ছে। যাতে ফলে পচন না ধরে। ফলে সচেতনদের অনেকেই ফরমালিন আতংকে এ ফল কিনতে আগ্রহী হচ্ছে না। আবার অনেকেই না জেনে না বুঝে এসব ফল খেয়ে অসুস্থ হচ্ছেন। ক্রেতারা জানালেন, কোনটা ফরমালিন আর কোনটা ফরমালিন নয় সেটা বুঝিনা। প্রশাসন প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং করত,তাহলে আর ভেজাল কোনো পণ্য বাজারে বিক্রয় হতো না।