Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

sofothখোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: চতুর্থ ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ৯৪ জন ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে ।বৃহ¯পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন যথাক্রমে নকুল চন্দ্র দাশ (ফতেপুর),শাহ শাহিদুজ্জামান ছালিক (উত্তরভাগ), ছালেক মিয়া (মুন্সিবাজার), শামছুননূর আহমদ আজাদ (পাঁচগাঁও), দেওয়ান খয়রুল মজিদ ছালেক (রাজনগর সদর), টিপু খান (টেংরা), নজমুল হক সেলিম (কামারচাক), মিলন বখত (মনসুরনগর)। সাধারণ ওয়ার্ডের ৭০ জন ও সংরক্ষিত ২৪ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, নির্বাচন কর্মকর্তা বাবুল সূত্রধর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান প্রমূখ।