খোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন থেকে শুক্রবার অজ্ঞাত (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আখাইলকুড়া ইউনিয়ন নোওয়াড়াই এলাকার রাস্তার পাশে ডুবার মধ্যে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুপুর সাড়ে ১২ টার দিকে নোওয়াড়াই এলাকা থেকে লাশটি উদ্ধার করে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দির বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের শরিরের বিভিন্ন স্থানে আগাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।