খোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: গতকাল বৃহস্পতিবার মির্জা রুহুল আমিনের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে মির্জা রুহুল আমিন সৃতি পরিষদের উদ্দোগে বিভিন্ন কর্মসূমি গ্রহণ করা হয়। কর্মসূচি, সকাল ১০টা হতে মরহুমের বাস ভবনে ও সেনুয়া গোরস্থান মসজিদে কোরআন খানী, ২.৫০মিনিটে কবর জিয়ারত, এছাড়াও বিকাল ৫.৩০মিনিটে শহরের জে,আর সেন্টারে আলোচনা সহ সম্মাননা পুরুষ্কার ও সনদ প্রদান।
ইন্তেকাল বার্ষিকীর উদযাপন কমিটির অহবায়ক প্রফেসার আইয়ুব আলীর সভাপত্তিতে বক্তব্য দেন, বিশিষ্ট আইনজীবী এ্যাড. বলরাম গুহ ঠাকুরতা, জেলা বিএমপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, মির্জা রুহুল আমিন সৃতি পরিষদের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী, এ্যাড. আব্দুল হালিম প্রমূখ। পরে সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিন ও আব্দুল গফ্ফারের আত্মার শান্তি কামণায় দোয়া মাহাফিল হয়। দোয়া মাহাফিল পরিচালনা করেন, মাওলানা খলিলুল রহমান।
পরে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য যারা সম্মাননা পেলেন, তারা হলেন- সামাজিক উন্নয়নে বিশেষ অবদানে মোঃ কেরামত আলী, শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানে মরহুম মোঃ আবুল হোসেন, ক্রীড়া উন্নয়নের বিশেষ অবদানে মরহুম সিকান্দার হায়াত চৌধুরী, নারী উন্নয়নে বিশেষ অবদানে বেগম শরিফা সাত্তার, সাংস্কৃতি উন্নয়নের অবদানের জন্য ছবি সেন গুপ্তা। অনুষ্ঠান সঞ্চালন করেন, উক্ত কমিটির এনতাজুল হক (ফজির)।