খোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: নওগাঁ সদর উপজেলায় ১৫ বছরের নামে এক কিশোরী ধর্ষণ হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা মমেনা বেগম বাদী হয়ে তিনজনকে আসামী করে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করেন। গত বুধবার সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতলিয়া গ্রামে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আসামীরা হলেন, ভুতলিয়া গ্রামের আলেফ প্রামানিকের ছেলে ধর্ষক সোহেল আপেল (২০), ধর্ষণে সহায়তাকারী একই গ্রামের আজিজার রহমানের ছেলে নজরুল ইসলাম (২০) এবং আনিছার রহমানের ছেলে হাফিজুর রহমান (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর থেকে কিশোরর সাথে সোহেল আপেল প্রেমের সম্পর্ক করে আসছিল। বিয়ের প্রলোভন দিয়ে গত বুধবার সন্ধ্যায় গ্রামের আশরাফ মেম্বারের পুকুর পাড়ে কিশোরীকে সোহেল আপেল দেখা করতে বলে। কিশোরী দেখা করতে আসলে আসামী নজরুল ইসলাম ও হাফিজুর রহমানের সহযোগীতায় ওড়না দিয়ে মুখ বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে সোহেল আপেল ধর্ষণ করে। এরপর তাকে ফেলে রেখে সবাই পালিয়ে যায়। বাড়ীতে এসে কিশোরী তার মা মমেনা বেগম সহ স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুন ফেরদৌসী জানান, আসামীদের আটক করার চেষ্টা চলছে। আসামীদের পরিবারের অভিভাবকদের জানানো হয়েছে তাদের ধরিয়ে দেওয়ার জন্য। এছাড়াও সোর্স লাগানো হয়েছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে কিশোরীর মা মমেনা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। নওগাঁ সদর হাসপাতালে কিশোরীর ধর্ষনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।