খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: জঙ্গি দমনের নামে পুলিশের সাঁড়াশি অভিযানে সারাদেশ থেকে হাজার হাজার নিরীহ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল দলটির।
গত বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তবে রাজধানী ঢাকায় কর্মসূচির তারিখ পরিবর্তন করার পাশাপাশি কর্মসূচির ধরনেও পরিবর্তন আনা হয়েছে। বিক্ষোভ কর্মসূচি পালনের পরিবর্তে আলোচনা সভা করবে দলটি। তারিখ পরিবর্তন হলেও কর্মসূচি পালনের স্থান ঠিক রাখা হয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (১৮ জুন) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার (২০ জুন) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিক্ষোভ সমাবেশের পরিবর্তে আলোচনা সভা করবে মহানগর বিএনপি।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে কী কারণে ঢাকায় কর্মসূচির ধরন ও তারিখ পরিবর্তন করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি।