Thu. Aug 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: ঢাকার রামকৃষ্ণ মিশনের এক গুরুকে হত্যার হুমকি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, রামকৃষ্ণ মিশনের বিষয়ে বাংলাদেশ সরকার ‘পূর্ণ সহযোগিতা ও সুরক্ষার’ প্রতিশ্র“তি দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ঢাকায় ভারতের হাই কমিশন ‘বাংলাদেশ পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে’ বলে জানান বিকাশ।
“ঢাকার রামকৃষ্ণ মিশনের সঙ্গেও আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে,” বলেছেন তিনি।
রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (কনস্যুলার) শুক্রবার সকালে সেখানে যান বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
চলতি মাসে পাবনা ও ঝিনাইদহে সন্ত্রাসী হামলায় দুই হিন্দু পুরোহিত খুন হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা।
রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকির বিষয়টি ভারত সরকার ‘খুব গুরুত্বের’ সঙ্গে নিয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, মিশনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত যোগাযোগ থাকায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ নিয়ে বৃহস্পতিবার মিশনের ধর্মগুরুরা প্রধানমন্ত্রীর দপ্তরে বার্তা পাঠিয়েছেন।
মোদী তার অতিরিক্ত সচিব ভাস্কর খুলবেকে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন বলেও খবর দিয়েছে ভারতীয় পত্রিকাটি।
দেশের বিভিন্ন স্থানে জঙ্গি কায়দায় হামলার মধ্যে গত বুধবার সন্ধ্যায় আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের এক গুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতিতে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
এ নিয়ে ওয়ারি থানায় একটি জিডি করেন ওই ধর্মগুরু।
চিঠিতে তার উদ্দেশে বলা হয়, “বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র, এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে’।”
সম্প্রতি কয়েকটি স্থানে হিন্দু পুরোহিত হত্যাকাণ্ডের পর আইএস কিংবা আল কায়দার নামে বিবৃতি এলেও আন্তর্জাতিক এই জঙ্গি দল দুটির সংগঠিত তৎপরতা বাংলাদেশে নেই বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

অন্যরকম