Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে এবারের ইউরো শুরু করেছিল ইতালি। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এডার মার্টিন্সের শেষ মুহূর্তের গোলে টুর্নামেন্টের শেষ ষোলোয় পৌঁছে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গোলের দেখা না মিললেও শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় স্টেডিয়াম মিউনিসিপ্যালে শুরু হওয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে অনেকটা নিষ্প্রভ ছিল সুইডেন। দশ মিনিটের মাথায় তাদের বিপদজনক অঞ্চলে ড্যানিয়েল ডি রোজির কাছ থেকে বল পান মিডফিল্ডার মার্কো প্যারোলো। অবশ্য তার দুর্দান্ত পাসটি কাজে লাগাতে পারেননি অ্যালেকসান্দ্রো ফ্লোরেনজি। তার শট দক্ষতার সঙ্গে প্রতিহত করেন সুইস গোলরক্ষক আন্দ্রেস ইসকাসন।
এরপর একে অপরের প্রতি দুর্বল কিছু আক্রমণ পরিচালনা করলেও গোলের তেমন কোনো সম্ভাবনা সৃষ্টি করতে পারেনি কোনো দলই। সতীর্থদের দুর্বলতার সুবাদে হালে পানি পাননি তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচও।
দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা উত্তেজনা দেখা দিলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। বাঁ-দিক দিয়ে এডার যখন বল নিয়ে ভেতরে ঢুকছিলেন তার চারপাশ ঘিরে ছিলেন হলুদ জার্সি পরা ৬ জন সুইস ফুটবলার। এডারের গতির কাছে পরাস্ত হতে হয় সবাইকে।
শুক্রবারের জয়ের সুবাদে ‘ই’ গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলোয় পৌঁছে গেল ইতালি। দুই ম্যাচে ১টি করে জয় ও ড্রয়ের কারণে সুইসরা রয়েছে তৃতীয় অবস্থানে। ২২ জুন তারা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। একই দিন ইতালির মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ড।