Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মন জয় করে মুস্তাফিজুর রহমান এখন কিংবদন্তিদেরও পছন্দের ক্রিকেটার। আইপিএল চলার সময় ওয়াসিম আকরাম, মুত্তিয়া মুরালিধরনরা বাংলাদেশের কাটার-মাস্টারের প্রশংসায় মেতে উঠেছিলেন। এবার ক্রিকেটের আরেক জীবন্ত কিংবদন্তি শেন ওয়ার্নেরও মন কেড়ে নিয়েছেন ‘ফিজ’। নিজের গড়া সেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজকে নির্দ্বিধায় রেখেছেন ‘ওয়ার্নি’।
আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরেরও কম সময়ে ৫২টি উইকেট নিয়ে, প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে সাড়া ফেলে দিয়েছেন মুস্তাফিজ। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে বিশাল ভূমিকা রেখেছেন তিনি। টুর্নামেন্টে উদীয়মান খেলোয়াড়ের লড়াইয়ে তাঁর ধারেকাছেও কেউ ছিল না।
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মুস্তাফিজের এমন দুর্দান্ত পারফরম্যান্স দৃষ্টি কেড়ে নিয়েছে ওয়ার্নের। টি-টোয়েন্টির সেরা একাদশ নিজের হাতে লিখে ফেসবুক আর টুইটারে পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আমার মতে বিশ্বসেরা টি-টোয়েন্টি দল! অ্যাগ্রি?’
সর্বকালের সেরা লেগস্পিনারের দলের সর্বশেষ নাম ‘ফিজ’। আইপিএলের বদৌলতে এখন এই নামেই ক্রিকেট-দুনিয়ায় মুস্তাফিজের পরিচিতি। তবে বিস্ময়করভাবে এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে রাখেননি ওয়ার্ন। তাঁর টি-টোয়েন্টি সেরা একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ।
এই দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন। তাঁরা হলেন-ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারাইন। ওয়ার্নের স্বদেশ অস্ট্রেলিয়া থেকে আছেন দুজন—শেন ওয়াটসন ও মিচেল স্টার্ক। বাকি চারজন ভারতের বিরাট কোহলি, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের জস বাটলার। টেস্ট দলের মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কেউ জায়গা পাননি।
শেন ওয়ার্নের সেরা টি-টোয়েন্টি একাদশ :
ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনীল নারাইন ও মুস্তাফিজুর রহমান।