খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ধর্ষণের চেষ্টায়, স্কুল শিক্ষক আটক হয়েছে। স্বামী পরিত্যাক্ত এক গৃহবধূকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার খেকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে আটক করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে শহরের সরকারপাড়া মহল্লায় একটি ফ্লাট বাসায় ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। অভিযোগে জানা যায়, স্বামী পরিত্যাক্তা এক গৃহবধূ শহরের সরকারপাড়া মহল্লায় একটি সম্ভ্রন্ত ফ্লাট বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার বিকেলে পূর্বপরিচয়ের সূত্র ধরে পাওনা টাকার জন্য গৃহবধূ শিক্ষককে বাসায় ডেকে আনে। কিন্তু ঐ সময় বাসায় কেউ না থাকায় গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঐ সময় গৃহবধূ চিৎকার দিলে আশে পাশের লোক জন লম্পট শিক্ষক ও গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় দেখে সদর থানায় খবর দেয়। পুলিশ গৃহবধূর লিখিত অভিযোগ ও স্থানীয় দের স্বাক্ষীর প্রেক্ষিতে লম্পট শিক্ষক নজরুল ইসলামকে জেল হাজতে পাঠায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান বলেন, গৃহবধূর অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। পরবর্তী অভিযোগে তদন্তপূর্বক আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।