খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: রাজধানীর তুরাগ থানা এলাকার উত্তরা ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডাকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ওই খালে উদ্ধার তৎপরতা শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) সেখান থেকে ১০৮টি পিস্তল, ২১৭টি ম্যাগজিন, ১০০০ রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট উদ্ধার করেছে তারা।
তুরাগ থানার ডাকে দমকলের ডুবুরিরা সেখানে অভিযান শুরু করে। তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পরিদর্শক মাহমুদুল হক।
তিনি জানান, খবর পেয়ে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ডুবুরিরা অভিযান শুরু করে। অস্ত্রের সন্ধান পায় বিকেলে। মনির ও মকবুল নামে দু’জন ডুবুরি সেখানে কাজ করছেন। অভিযান এখনো চলছে।