Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Jhenaidah-Picture-(1)খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়ের বাঁরইহুদা প্রামে গত শুক্রবার সকাল ১০ টায় নির্বাচন কে কেন্দ্র করে এক মেম্বর প্রার্থীর সমর্থকে কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে অপর মেম্বর সমর্থকের প্রতিপক্ষরা । আহত ব্যাক্তি বাঁরই হুদা গ্রামের ইব্রাহীম শেখের ছেলে কবির হোসেন (২৫)। হাসপাতালে আহত কবীরের সাথে কথা বলে জানা যায়।
সকাল ৯ টার দিকে আমি চা খাওয়ার জন্য কামান্না বি কে বাজারের যায়। তখন চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ইউ পি নির্বাচনে বিজয়ী প্রার্থীর দাউদ হোসেনের ছেলে পারভেজের নেতৃত্বে একই গ্রামের খালেকের ছেলে সুইম, বাবুলের ছেলে কালাচাঁদ, মক্কেলের ছেলে রবিউল, ইউসুপের ছেলে নওশের সহ ১১/১২ জনের একটি দল এসে হটাত করে লোহার রড ও হাতুড়ি দিয়ে দিক বেদিক ভাবে আমাকে পিটাতে থাকে। তারপর আমি আর কিছুই বলতে পারি না।

তারপর চেতন হয়ে জানতে পারি আমি হাসপাতালে ভর্তি। জানা গেছে, ইউ পি নির্বাচনে দাউদ ও নাছির মেম্বর প্রার্থী ছিল। আহাত কবির হোসেন নাছিরের পক্ষে নির্বাচনে ভোট দেয়। তারই কারন হিসাবে কবির কে হাতুড়ি পেটা করে আহত করা হয়। আহত কবির ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে । এই প্রসঙ্গে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনা জানার পর আমি থানা থেকে একজন এস আই কে পাঠালে ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে থানায় মামলা দিতে অস্বীকার করে। যদি কোন অভিযোগ দায়ের করে তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।