খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: ঝিনাইদহঃ ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী সহ সারা দেশে স্বাধীনতা বিরোধী জঙ্গী গোষ্ঠী কর্তৃক গুপ্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি একরামুল হক লিকু, ঝিনাইদহ সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপূল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রতিবাদী বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী সহ সারা দেশে স্বাধীনতা বিরোধী জঙ্গী গোষ্ঠী কর্তৃক গুপ্ত হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং এসব হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টামূলক শাস্তির দাবিও জানান।
উল্লেখ্যঃ গত ৭ মে তারিখে নিজ বাড়ি থেকে স্থানীয় সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় সদর উপজেলার মহিষাভাগাড় বিল নামক স্থানে পৌছালে সকাল সাড়ে ৯.৩০ টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়।