Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে মক্কা নগরীর তায়েফের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা-সাধুপাড়া গ্রামের সোহবার মোল্লার ছেলে নজরুল মোল্লা, নরসিংদীর মনোহরদী উপজেলার মাইজদিয়া গ্রামের সজীব মিয়া ও একই এলাকার মো. শাহজাহান।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মক্কা নগরী থেকে কর্মস্থল আবা শহরে যাওয়ার পথে তায়েফের কাছে তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হন।
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মোক্কাম্মেল হোসেন বৃহস্পতিবার মক্কায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর নিশ্চিত করেছেন।