খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: ব্রণ দ্রুত দূর করতে চাইলে জয়ফল ব্যবহার করতে পারেন। এই উপাদানটি বেশ কার্যকর। তবে এর সঙ্গে মধু ও লেবুর রস মেশালে এর কার্যক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। এই উপাদানগুলো দিয়ে কীভাবে মাত্র এক সপ্তাহে ব্রণ দূর করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাবে। একনজরে দেখে নিন।
যা যা লাগবে
লেবুর রস এক টেবিল চামচ, মধু এক টেবিল চামচ ও জয়ফল গুঁড়ো এক টেবিল চামচ। এই তিনটি উপাদান একসঙ্গে ব্যবহারে ব্রণের জীবাণু ধ্বংস হয়, ব্রণের দাগ ও বলিরেখা দূর হয় সহজেই। এই প্যাক ত্বক টানটান করতে সাহায্য করে। জয়ফলের গুঁড়ো ত্বকের কোষে পুষ্টি জোগায় এবং ত্বককে সংক্রমণ থেকে দূরে রাখে। লেবুর রস ব্রণের দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে এবং মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে জয়ফল ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিন। এবার এর মধ্যে মধু ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে ও ঘাড়ে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। সবশেষে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।