খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম : বাল্য বিয়ের প্রতিরোধ সম্পর্কে সরকারের বিভিন্ন আইন থাকলেও তা তোয়াকা না করে চলছে বাল্য বিয়ে। সেই সুযোগে ভুয়া নিকাহ্ রেজিষ্টার দিয়ে কাজীরা চালাচ্ছেন বাল্য বিয়ের ব্যাবসা। ফুলবাড়ীতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলনা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী কেয়া আক্তার (১২)। গতকাল গভীর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিন নগরাজপুর (বালাটারী) গ্রামে এ ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানাযায়, ওই গ্রামের কহিনুর আলীর মেয়ে কেয়া আক্তার এর সাথে একই গ্রামের সায়েদ আলীর ছেলে আপেল মাহমুদ (১৯) এর সাথে বিয়ে হয়। এ নিয়ে ওই এলাকার সচেতন মহলের মাঝে সমালোচনার ঝড় ওঠে।
ওই এলাকার ইউপি সদস্য বাদশা মিয়ার যোগ-সাজসে বিয়েটি সম্পন্ন হলেও পরে তিনি গণ-মাধ্যম কর্মীদের কাছে বিয়ের কথাটি অস্বীকার করেন।